পিপড়া কি দুধ খায়?


স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে মায়ের দুধ সবথেকে অপরিহার্য বাস্তবতা। মানুষ হোক, কিংবা হোক অন্যকোনও স্তন্যপায়ী প্রাণী; শিশুদের সুস্থভাবে বেড়ে উঠতে মায়ের দুধের বিকল্প নাই। তবে আশ্চর্য ব্যাপার হলো, পিঁপড়েও তাদের শিশুদের একরকম দুধ খাইয়ে বড় করে। আসলে কেবল শিশুরাই নয়, সুস্থ থাকার প্রয়োজনে বড় পিঁপড়েরাও এই বিশেষ পুষ্টিকর তরল খেয়ে থাকে।

মন্তব্যসমূহ