‘ডাইনি’ শব্দটি শুনেছেন নিশ্চয়? কিন্তু দেখেছেন কখনও এমন কিছু? নিশ্চয় দেখেননি। তবে ডাইনি শুনলেই আপনার কল্পনায় এমন একজন ভয়ঙ্কর নারীর ছবি ভেসে ওঠে, যারা যাদুবিদ্যা দিয়ে মানুষের ক্ষতি করে। শুনতে অবাক লাগলেও সত্যি, বাস্তব ইতিহাসে এমন কোনও কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি কখনও।
#ডাইনি #witch
মন্তব্যসমূহ